গর্ভবতীর যত্নে কী করবেন?
একটি সুস্থ শিশু পাওয়ার জন্য গর্ভাবস্থায় মায়ের পরিপূর্ণ যত্ন প্রয়োজন। গর্ভাবস্থায় মায়ের যত্নের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৮০তম পর্বে কথা বলেছেন ডা. ঝুমা বিশ্বাস।
ডা. ঝুমা বিশ্বাস বর্তমানে আদ দ্বীন হাসপাতালের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : গর্ভবতী মায়ের যত্ন বলতে কী বোঝান?
উত্তর : গর্ভবতী মায়ের যত্ন বলতে আমি যেটি বুঝাই, গর্ভাবস্থা হওয়ার পর থেকে সম্পূর্ণ প্রসবের আগ পর্যন্ত, ছয় সপ্তাহ পর্যন্ত যে যত্নটা আমরা দেই, এটাই হলো গর্ভবতী মায়ের যত্ন। এর মধ্যে প্রথমে আমরা রোগীর ইতিহাস নিই। তার বয়স একটি গুরুত্বপূর্ণ বিষয়। ২০ বছরের আগে এবং ৩৫ বছরের পরে নারীদের গর্ভবস্থা একটু ঝুঁকিপূর্ণ। তাদের আরো যেটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো প্রসবের তারিখ ও ঋতুস্রাবের তারিখ ঠিক রয়েছে কি না দেখা। কত নম্বর বাচ্চা? তাদের আগে প্রসব কীভাবে হয়েছে? স্বাভাবিক প্রসব অথবা সিজারিয়ান সেকশন হয়েছে কি না, এগুলো জানি। আর তাদের কোনো রোগ রয়েছে কি না, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোনো ধরনের হেমাটোলজিক্যাল রোগ বা কোনো রক্তস্বল্পতা রয়েছে কি না, থেলাসেমিয়া রয়েছে কি না, সেগুলো জানি। পারিবারিক রোগের ইতিহাস রয়েছে কি না, পরিবারে ডায়াবেটিস বা প্রেশারের কোনো রোগ রয়েছে কি না, সেগুলো দেখি। যদি থাকে আমরা আবার তাদের পরীক্ষা করে নিই। হওয়ার আশঙ্কা রয়েছে কি না দেখি। এগুলো করে এরপর আমরা দেখি। তাদের ওষুধের ইতিহাস নেই। কোনো ওষুধ নিয়মিত খাচ্ছে কি না, জানি। প্রস্রবের সময় বাচ্চার জন্মগত ত্রুটি করতে পারে, এগুলো কোনোটা সে নিচ্ছে কি না, সেটি দেখি। নিলে সেটি আমরা বন্ধ করে দেই।