শ্বাসকষ্টে ইনহেলার কখন ব্যবহার করতে হয়?
অ্যাজমা একটি জটিল সমস্যা। এটি পুরোপুরি নিরাময় হয় না, একে নিয়ন্ত্রণে রাখতে হয়। অ্যাজমা বা শ্বাসকষ্টের চিকিৎসায় ইনহেলার ব্যবহার করা হয়। তবে কখন এটি ব্যবহার করতে হবে, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৮৮তম পর্বে কথা বলেছেন ডা. রফিক আহমেদ।
ডা. রফিক আহমেদ বর্তমানে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের বক্ষব্যাধি ও মেডিসিন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : অ্যাজমা হলে তার ইনহেলার কখন দিতে হয়?
উত্তর : অ্যাজমার কিছু পর্যায় রয়েছে। পর্যায় এক, দুই, তিন, চার, পাঁচ। আমরা সাধারণত পর্যায় এক থেকে ইনহেলার দিয়ে চিকিৎসা শুরু করি। অনেকে মনে করে, ইনহেলার শেষ চিকিৎসা। তবে প্রকৃত সত্য ইনহেলার শুরুর চিকিৎসা।
প্রশ্ন : অনেকে মনে করেন, আমি আগে কেন ইনহেলার নেব, ইনহেলার তো শেষে নিতে হয়। এ বিষয়ে আপনার পরামর্শ কী?
উত্তর : এটি একেবারে কুসংস্কার। অ্যাজমা যেকোনো সময় বাড়তে পারে, কমতে পারে। একসময় রোগী লক্ষণহীনও থাকতে পারে। তাই ইনহেলার শুরু থেকেই নিতে হয়।