হার্টের সমস্যায় কখন সার্জারি করতে হয়?
হার্টের সমস্যায় অনেক সময় সার্জারি করার প্রয়োজন পড়ে। তবে কখন এটি করতে হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৮৯তম পর্বে কথা বলেছেন ডা. মোহাম্মদ আরমানে ওয়াদুদ।
ডা. মোহাম্মদ আরমানে ওয়াদুদ বর্তমানে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : সার্জারির প্রয়োজন কখন আপনারা মনে করেন?
উত্তর : হার্টের তিনটি রক্তনালির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্তনালি হলো লেফ্ট এনটিরিওর ডিসেনটিং আর্টারি।
বাম দিকের একটি করনারি আর্টারি থাকে বা ডান দিকে করনারি আর্টারি থাকে। ডান করনারি আর্টারিতে সমস্যা থাকলে আমরা বলি ছোট রোগ। সুতরাং বড় কোনো ব্যবস্থা নেওয়া হয় না, বেশিরভাগ ক্ষেত্রে রিং পরিয়ে ভালো করা হয়। তবে যদি বাম দিকের করনারি আর্টারিতে জটিল ব্লক থাকে, ব্লকের পরিমাণ যদি খুব ছোট হয়, আমরা চিন্তা করি ছোট পদ্ধতি নিতে। স্ট্যানটিংয়ের মাধ্যমে আমরা সমাধান করার চেষ্টা করি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ রক্তনালি হলো লেফ্ট সারকোমফ্লেক্স। ছোট ব্লক যদি থাকে, তাহলে আমরা চেষ্টা করি রিং পরিয়ে ভালো করার জন্য। কিন্তু যদি দেখা যায় যে হার্টের তিনটি রক্তনালির মধ্যে বিভিন্ন জায়গায় ব্লক রয়েছে বা হার্টের রক্তনালিগুলো ১০০ ভাগ ব্লক, এগুলো স্ট্যানটিং করে বাড়ানো যাবে না।
আমরা সাধারণত হার্টের চিকিৎসা করি গুরুত্ব অনুসারে। কোন রক্তনালির ব্লকটা আপনাকে বিপদে ফেলতে পারে, মৃত্যুঝুঁকির মধ্যে ফেলতে পারে সেটি দেখে সার্জারি করি।