স্তন ক্যানসার বাড়ছে কেন?
নারীদের যেসব ক্যানসার রয়েছে, এর মধ্যে স্তন ক্যানসার শীর্ষে অবস্থান করছে। স্তন ক্যানসার বাড়ছে কেন?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৯৭তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালের অনকোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : স্তন ক্যানসার এত বাড়ছে কেন, এর কি কোনো কারণ জানা রয়েছে?
উত্তর : স্তন ক্যানসার বাড়ার একটি কারণ হতে পারে জীবনযাপনের ধরন। কারণ হলো, যাদের সেডেন্টারি জীবনযাপন থাকে, তারা বেশি পরিমাণ চর্বি শোষণ করে, চর্বিযুক্ত খাবার খান, তাদের মধ্যে কিন্তু স্তন ক্যানসারের হার বেশি। এ জন্য এগুলো আসলে নির্দিষ্টভাবে সম্পর্কযুক্ত করা যায় না। যেমন স্থূলতা। এটি একটি কারণ হিসেবে দেখা দিতে পারে। এদের মধ্যে সাধারণত আমরা দেখতে পাই একটু হারটা বেশি। এগুলো আসলে ধরা খুব কঠিন।
আমাদের দেশে এটি কেন বেশি? এর একটি সম্ভাব্য কারণ হলো, মানুষ হয়তো চিকিৎসকের কাছে আসতে পারছে, হয়তো রোগ নির্ণয়ের বিষয়গুলো সেভাবে ছিল না আগে। রোগ নির্ণয়ের বিষয়গুলো অনেক উন্নত হয়েছে। এখন আগের চেয়ে এই বিষয়গুলোতে মানুষ সচেতন হয়েছে বেশি। এই কারণে রোগগুলো ধরা পড়ছে।