হার্টের ভাল্ভের রোগ কাদের বেশি হয়?

রিউম্যাটিক হার্টের রোগ থেকে হার্টের ভাল্ভের বিভিন্ন সমস্যা হয়। সাধারণত দরিদ্র জনগোষ্ঠীর ভেতরে এই সমস্যা বেশি দেখা যায়।
হার্টের ভাল্ভের সমস্যার বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২০০তম পর্বে কথা বলেছেন ডা. মোহাম্মদ আরমানে ওয়াদুদ। বর্তমানে ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ভাল্ভের সমস্যায় কারা আক্রান্ত হচ্ছে?
উত্তর : যেহেতু রিউম্যাটিক হার্ট ডিজিজ থেকে হয় এটি, দরিদ্র জনগোষ্ঠী আসলে বেশি যুক্ত হয়। রিউম্যাটিক হার্ট ডিজিজ থেকে সবচেয়ে বেশি মাইট্রাল ভাল্ভ ও অ্যায়োরটিক ভাল্ভ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। খুব অল্প বয়সেই এই হার্টের রোগ শুরু হয়। তবে লক্ষণগুলো হয়তো ১১-১২ বছরে প্রকাশ পায়। আবার কারো কারো ক্ষেত্রে হয়তো ২৫-৩০, যুবক বয়সেও প্রকাশ পেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আসলে যুবক বয়সে প্রকাশ পায়। সবচেয়ে বেশি কর্মক্ষম থাকার সময় এত জটিল একটি সমস্যার মধ্য দিয়ে সে যায়।