চুলপড়ার কারণ কী?

Looks like you've blocked notifications!
চুল পড়ার সমস্যা কেন হয়, এই বিষয়ে কথা বলছেন ডা. তাওহীদা রহমান ইরিন।

সাধারণত দিনে ৫০ থেকে একশটি চুল পড়া স্বাভাবিক। তবে এর চেয়ে বেশি চুল পড়লে দুশ্চিন্তার বিষয় রয়েছে। চুল পড়ার বিভিন্ন কারণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৮৫তম পর্বে কথা বলেছেন ডা. তাওহীদা রহমান ইরিন।

ডা. তাওহীদা রহমান ইরিন বর্তমানে তিনি শিওর সেল মেডিকেলের ডার্মাটোলজি বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।

প্রশ্ন : চুলপড়া নিয়ে উদ্বিগ্ন হওয়ার বিষয় কখন রয়েছে? আপনাদের মত কী?

উত্তর : অনেকে চুল রুক্ষ্ম নিয়ে আসে। বলে, আমার চুল কোকড়া সিল্কি করে দেন। অনেকে বলে, আমার চুল সিল্কি একটু কোকড়া করে দেন।

মেয়েদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় সামনের সিঁথিটা চামচের মতো হয়ে যাচ্ছে। একে বলে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া। আর ছেলেদের ক্ষেত্রে চুল পেছনের দিকে চলে যাচ্ছে। ধরনটাই এই রকম। অনেক সময় হঠাৎ করেও অ্যালোপেশিয়া তৈরি হয়। রাতের বেলা দেখছে ঠিক আছে, সকালে ওঠে হয়তো দেখছে হঠাৎ করে এক গুচ্ছ চুল পড়ে গেছে। একে আমরা অ্যালোপেশিয়া এরিয়েটা বলি।

এরপর হলো চুলের আগা ফেঁটে যাওয়া। অনেকে আসে ব্রণের সমস্যা নিয়ে। তাদের ঠিকমতো ঋতুস্রাব হচ্ছে না, তখন দেখা যায় তাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম হচ্ছে। স্থূলতার সমস্যা নিয়ে আসছে, ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে, তখন আমরা দেখছি তার চুল পড়াও একটি বিষয়।