Beta

শরতে শিশুদের যেসব রোগ হয়

২২ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪৬

ফিচার ডেস্ক
শরতে শিশুদের রোগব্যাধি নিয়ে কথা বলছেন ডা. কুন্তল রায়।

শরৎকাল চলছে। এই সময় কখনো খুব গরম, আবার কখনো বৃষ্টি হচ্ছে। শিশুরা এই সময়টায় নানা রোগব্যাধিতে ভোগে।

শরতে শিশুদের রোগব্যাধি নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২০৩তম পর্বে কথা বলেছেন ডা. কুন্তল রায়। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রশ্ন : শরৎকাল চলছে। এই সময়টি একটি ক্রান্তিকাল। গ্রীষ্মের শেষ, শীতের একটা আগমনী বা শীতের একটা প্রস্তুতি। প্রকৃতিতে তার একটি বড় প্রভাব দেখা যায়। সেই প্রভাবটা শিশুদের ওপরও পড়ছে। এই সময় বিভিন্ন ধরনের রোগব্যাধী হওয়ার ঝুঁকিও বেড়ে যায়। এই সময়ে সাধারণত শিশুদের মধ্যে কোন কোন রোগ দেখেন?

উত্তর : এখন শরৎকাল। বৃষ্টি হচ্ছে, আবার প্রচণ্ড গরমও রয়েছে। এই সময়ে যেসব বাচ্চারা আমাদের কাছে আসে, তাদের বেশিরভাগ দেখা যায় ভাইরাল ফিবার। একে আমরা ভাইরাস জ্বর বলি। সঙ্গে হলো সাধারণ সর্দি- কাশি। কমন কোল্ড নিয়ে আসে। এ ছাড়া কিছু বাচ্চা আসে শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে। একে আমরা একিউট ব্রঙ্কিউলাইটিস বলি। কিছু আবার আসে বেশি জটিল অবস্থায়। নিউমোনিয়া বা এ রকম ধরনের অসুখ নিয়েও আসে। ইদানীং ডেঙ্গু জ্বরও দেখা দিচ্ছে।

Advertisement