বাংলাদেশে ব্লাড ক্যানসার চিকিৎসার খরচ কেমন?
সাধারণত ধরন অনুযায়ী ব্লাড ক্যানসারের চিকিৎসা করা হয়। কখনো কখনো ওষুধ দিয়ে রোগ সারিয়ে তোলা যায়। আবার কখনো ক্যামোথেরাপি, অস্থিমজ্জা ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজন পড়ে।
বাংলাদেশে ব্লাড ক্যানসারের চিকিৎসার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২০৪তম পর্বে কথা বলেছেন ডা. মুনিম আহমেদ। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের রক্ত রোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত।
প্রশ্ন : ব্লাড ক্যানসারের চিকিৎসায় সরকারি বা বেসরকারি পর্যায়ে কেমন খরচ পড়ে?
উত্তর : এটা আসলে পুরোটাই নির্ভর করছে, তার কোন ধরনের ক্যানসার, সেটা কোন পর্যায়ে রয়েছে এর ওপর। এটা কি মুখে খাওয়ার ওষুধেই নিরাময় হয়ে যাবে, না কি তাকে শিরাপথে ক্যামোথেরাপিতে যেতে হবে, এগুলোর ওপরে। এই পুরো বিষয়টি ধারণা করার পরই আমরা আসলে চিকিৎসা পদ্ধতিটা ঠিক করি। যেই সব ক্যানসার একেবারে প্রাথমিক অবস্থায় ধরা পড়ছে এবং যেগুলো মুখে ওষুধ খেয়ে ভালো হয়ে যাওয়ার মতো, এগুলোতে খরচ আসলে খুব কম হয়। পুরো রোগটা নির্ণয় করতে এবং এর চিকিৎসা করতে খুব বেশি হলে ২০ থেকে ৩০ হাজার টাকা লাগবে। আর এর সঙ্গে আসে ওষুধের বিষয়। শুধু মুখে খেতে দেওয়ার ওষুধের ক্ষেত্রে মাসে ১২ থেকে ১৫ হাজার টাকার মতো লাগবে। অর্থাৎ কেউ যদি রোগ নির্ণয় পদ্ধতি থেকে শুরু করে ওষুধ খাওয়ার জন্য ১২ থেকে ১৫ হাজার টাকা খরচ করতে পারে, এতে অনেকাংশে, অনেক ক্যানসারকে পুরোপুরি নিরাময় করে দিতে পারি।
প্রশ্ন : বাংলাদেশে ক্যানসারের চিকিৎসায় হাসপাতালের যে দলগত কাজ, এটা কতটুকু ভালো?
উত্তর : আমরা যদি একদম উন্নত বিশ্বের সঙ্গে তুলনা করি, আমরা যদি ১০ স্কোরিং দিই, আমরা ছয় বা সাতের মধ্যে রয়েছি। আবার বেসরকারিভাবে আন্তর্জাতিক মানেরও রয়েছে। এই জায়গাতে আমাদের অনেকাংশে উন্নতি করা সম্ভব।