হার্ট অ্যাটাকের কারণ কী?
হার্ট অ্যাটাক একটি ঝুঁকিপূর্ণ অবস্থা। হার্ট অ্যাটাকের কারণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২০৮তম পর্বে কথা বলেছেন ডা. ফারহাদ উদ্দিন। বর্তমানে তিনি ল্যাব এইড হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : হার্ট অ্যাটাকের কারণগুলো কী? এটি থেকে কীভাবে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে?
উত্তর : হার্টকে কেউ অ্যাটাক করে না। কিন্তু ঘটনাটা হলো আমাদের হৃদপিণ্ডের যে রক্তনালিগুলো, সেখানে যদি চর্বি জমে বন্ধ হয়ে যায়, তাহলে হার্টের কোনো কোনো অংশ আর রক্ত পায় না, তখন সে জায়গাটা নির্জীব হয়ে পড়ে। এই যে অবস্থাটা একে হার্ট অ্যাটাক বলা হয়।
হার্ট অ্যাটাকের যেসব কারণ রয়েছে, এর মধ্যে অন্যতম কারণ হলো ধূমপান, অ্যালকোহল কিংবা কিছু কিছু রোগের উপস্থিতি, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, বয়স, আরো কিছু রোগের উপস্থিতি -আমাদের সেডেন্টারি জীবন যাপন- আমরা যে অলস জীবন যাপন করি, আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে যে চর্বিযুক্ত খাবারের আধিক্য রয়েছে, ইত্যাদি নানা কারণে হার্ট অ্যাটাক হতে পারে।