চোখে যেসব সমস্যা হয়
চোখ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের একটি। চোখে বিভিন্ন সমস্যা হতে পারে। চোখের বিভিন্ন সমস্যার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২০৯তম পর্বে কথা বলেছেন ডা. শাহীন রেজা চৌধুরী।
ডা. শাহীন রেজা চৌধুরী বর্তমানে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : আমাদের দেশের পরিপ্রেক্ষিতে সাধারণত চোখে কোন কোন রোগ হয়?
উত্তর : আল্লাহ মানুষকে চোখ দিয়েছে দেখার জন্য। দুই নম্বর হলো সৌন্দর্যের জন্য। চোখ না থাকলে সৌন্দর্য কমে যাবে। দুটোর জায়গায় যদি তিনটি দিত, তাহলেও সৌন্দর্য ভিন্ন রকম হতো। এই সৌন্দর্যের মাঝেও আল্লাহ আমাদের কিছু রোগ শোক দিয়েছেন। এর মধ্যে এক নম্বর হলো আমাদের চোখে কম দেখা। দুই নম্বর হলো গ্লুকোমা, তিন নম্বর হলো আঘাতজনিত কারণ। চার নম্বর হলো ডায়াবেটিসজনিত চোখের সমস্যা। উচ্চ রক্তচাপজনিত সমস্যা। ভিটামিনের অভাবজনিত সমস্যা। এর পর রয়েছে চোখ ওঠা।
কর্নিয়াতে আলসার রয়েছে,ঘা রয়েছে। খুব খারাপ অবস্থা হয়ে যায় অনেক সময়। অনেক সময় চোখও ফেলে দেওয়া লাগতে পারে সময়মতো চিকিৎসা না করলে।