শরতে চুলের যত্নে পরামর্শ
শরতে চুলের আগা ফেটে যাওয়ার আশঙ্কা থাকে। শরতে চুলের যত্নে করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২১১তম পর্বে কথা বলেছেন ডা. তাওহীদা রহমান ইরিন।
ডা. তাওহীদা রহমান ইরিন বর্তমানে শিওর সেল মেডিকেলের ডার্মাটোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : এই সময় চুলের যত্ন আমরা কী করতে পারি?
উত্তর : শরতে সাধারণত চুলের আগা ফাটাটা বেশি দেখা দেয়। সে কারণে এ সময় একটু ট্রিম করে চুল কেটে নেওয়াটা ভালো। আর আমি ছোট্ট একটি নিয়ম বলব। এটি পালন করলে চুল পড়ে যাওয়া, রুক্ষ হয়ে যাওয়া ইত্যাদি থেকে চুলকে রক্ষা করতে পারি। এটি হলো অ্যান্টিস্টেটিক হেয়ার কম্ব। মানে চিরুনি যেখানে উপাদান থাকে অ্যান্টিস্টেটিক। চুলের একটি নিজস্ব পজিটিভ, নেগেটিভ চার্জ থাকে। এ জন্য চুলে জট লেগে যায় বা আটকে যায়। স্টেটিক কম্ব যদি বাজারে পাওয়া না যায়, আমরা স্বাভাবিক যে চিরুনিটা ব্যবহার করি, সেখানে একটু পানি স্প্রে করে নিলে বা সিলিকন অয়েল বা অ্যালোভেরা সেরাম স্প্রে করে নিলে আমাদের এই চিরুনি কিন্তু সে মুহূর্তের জন্য অ্যান্টিস্টেটিক কম্ব হয়ে যাচ্ছে। আর চুল মোছার জন্য মাইক্রোফাইবারযুক্ত তোয়ালে ব্যবহার করতে হবে।