কিডনির পাথর নির্ণয়ের পরীক্ষা কী?

Looks like you've blocked notifications!
ক্যাপশন : কিডনির পাথর নির্ণয়ের পরীক্ষার বিষয়ে কথা বলছেন ডা.রুম্মানা বারী।

কিডনির পাথর একটি প্রচলিত সমস্যা।কিডনির পাথর নির্ণয়ের জন্য বিভিন্ন পরীক্ষা রয়েছে। কিডনির পাথর নির্ণয়ের পরীক্ষার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২১৩তম পর্বে কথা বলেছেন ডা.রুম্মানা বারী।

ডা.রুম্মানা বারী বর্তমানে বিআরবি হাসপাতালের নেফ্রোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।

প্রশ্ন : পাথর রয়েছে নিশ্চিত হওয়ার জন্য কী কী পরীক্ষা নিরীক্ষা দেন ?

উত্তর : পরীক্ষার ক্ষেত্রে আমরা একটা ইউরিন পরীক্ষা করতে দেব। রুটিন পরীক্ষা করবো। এ ছাড়া আল্ট্রাসোনোগ্রাম, সাধারণ এক্সরে, কেইউবি রিজেন, সেরাম ক্রিয়েটিনিন পরীক্ষা করতে দেব। আইভিও করতে পারি। আর সিটি স্ক্যান, এমআরআইতো রয়েছেই। এগুলো ব্যয়বহুল। সবসময় দরকার হয় না। তবে কিছু কিছু পাথর রয়েছে, যেগুলোকে আমরা বলি রেডিও প্যাকস্টোন। এর গঠন ইউরিক এসিড দিয়ে। যদিও এগুলো শতকরা হিসেবে অনেক কম। তবে এগুলো অনেক সময় আল্ট্রাসোনোগ্রাফিতে আসে না। সে ক্ষেত্রে আমরা আইভিও করে ফেলি অথবা সিটি স্ক্যান করে ফেলি। করলে তখন চলে আসে।

আবার ইউরেটারের পাথরগুলো আল্ট্রাসোনোগ্রাফিতে আসে না। হাই রেজুলেশন আল্ট্রাসাউন্ড ছাড়া, এগুলো দেখা যায় না। এর জন্য এমসিও আরসিও বলে একটি পরীক্ষা রয়েছে, ওগুলো করতে হয়। এ ছাড়া সিটি স্ক্যান, এমআরআইতে ধরা পড়ে।