এসএলই কাদের বেশি হয়?
এসএলই বা সিস্টেমিক লুপাস ইরিথেমেটোসাস একটি অটো ইমিউন ডিজিস। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কোনো কারণ ছাড়া আমাদের শরীরকেই আক্রমণ করতে থাকে, তাহলে একটা অটো ইমিউনো ডিজিজ তৈরি হয়। এটি আমাদের নিউক্লিয়াসে একটি অ্যান্টিবডি তৈরি করলে একে এসএলই বলে।
এসএলই কাদের বেশি হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২১৪তম পর্বে কথা বলেছেন ডা. ফয়সাল আহমেদ। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালের রিউমাটোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : এসএলই কাদের হয়?
উত্তর : এসএলই সাধারণত তরুণ বয়সে হয়। কিন্তু সবার যে সব অঙ্গ ধরে না, এর কারণটা আসলে নির্দিষ্ট করে জানা যায় না। যার রোগটা যত বেশি, তাদের অন্যান্য অঙ্গ যুক্ত হওয়ার আশঙ্কা তত বেশি থাকে। যেমন : কিডনি, লিভার, প্যানক্রিয়াস, ফুসফুস—এটা নির্ভর করে ডিজিস অ্যাক্টিভিটির ওপরে। যেমন গিরায় ব্যথাকে, ডিজিস অ্যাক্টিভিটিকে মিডিয়াম ধরা হয়, চামড়ায় যেটা ধরে সেটাকেও মিডিয়াম ধরা হয়। যত বেশি ডিজিস অ্যাক্টিভিটি বাড়তে থাকবে, অঙ্গগুলো আক্রান্ত হতে পারে তত বেশি। মস্তিষ্ক, জরায়ু সবকিছু। রোগের অ্যাক্টিভিটি বা কাজ যত বাড়বে তত যুক্ত হবে।