এসএলই কীভাবে নির্ণয় করা হয়?
এসএলই বা সিস্টেমিক লুপাস ইরিথেমেটোসাস এক ধরনের বাত রোগ। এই রোগ কীভাবে নির্ণয় করা হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২১৪তম পর্বে কথা বলেছেন ডা. ফয়সাল আহমেদ। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালের রিউমাটোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : এসএলই কীভাবে নির্ণয় করেন?
উত্তর : আসলে কোনো রিউম্যাটিক রোগ একটি কোনো পরীক্ষা দিয়ে নির্ণয় করা যায় না। আমরা প্রথমে ক্লিনিক্যালই রোগীর এই ফিচারগুলো নেওয়ার চেষ্টা করি। যেমন : গায়ে ব্যথা, শরীরে লাল লাল দাগ। এরপর প্রস্রাব পরীক্ষা করে দেখি যে কিডনি আক্রান্ত হয়েছে কি না। যেমন : এএনএ বা অ্যান্টি ডিএসডিএনএ এগুলোর পজিটিভিটি রয়েছে কি না। এগুলো সবকিছু মিলিয়ে বৈশিষ্ট্য যদি পূরণ করে, আমরা একে এসএলই বলে আক্রান্ত করি।