স্তন ক্যানসার নির্ণয়ে করণীয়
স্তন ক্যানসার নির্ণয়ে সেল্ফ এক্সামিনেশন বা নিজেই নিজের স্তন পরীক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণ। স্তন ক্যানসার নির্ণয়ের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৩৭তম পর্বে কথা বলেছেন ডা. আফরিন সুলতানা।
ডা. আফরিন সুলতানা বর্তমানে হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : একটু জানতে চাইব, কোন পদ্ধতিগুলো অবলম্বন করলে প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা সম্ভব?
উত্তর : প্রাথমিক পর্যায়ে নির্ণয়ের জন্য আসলে দুই ধরনের ভূমিকা রয়েছে। রোগীরা যারা রয়েছেন, তারা নিজেরাও কিছু করতে পারেন। চিকিৎসকদেরও একটি ভূমিকা রয়েছে। রোগীদের জন্য সবচেয়ে ভালো হলো নিজে নিজের স্তনটা একটু পরীক্ষা করে দেখা। সেটা খুব সহজেই করা যায়। একটু শিখিয়ে দিতে হয় কীভাবে সে পরীক্ষাটা করবে।
যাদের ঋতুস্রাব চলছে, তাদের আমরা বলি ঋতুস্রাব শেষ হওয়ার পরে স্তন পরীক্ষা করতে বিভিন্ন অঙ্গ বিন্যাসে। আমরা সেটি শিখিয়ে দেই।
যাদের ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটি আরো বেশি গুরুত্বপূর্ণ। কারণ, যত বয়স বাড়তে থাকে, স্তন ক্যানসারের ঝুঁকি তত বাড়তে থাকে। সেই ক্ষেত্রে আমরা বলি মাসের একটি তারিখ নির্দিষ্ট করে নিয়ে, মাসের এক তারিখে প্রত্যেক মাসে সে পরীক্ষাটা করল। পরীক্ষা করার নিয়মটা একই।
আর চিকিৎসকদের ক্ষেত্রে যেটা বলা হয়, যদি কোনো রোগীর কোনো উপসর্গ দেখতে পান, তাহলে অবশ্যই আসবেন এবং যেটি উচিত ২০ বছরের পর থেকে অন্তত তিন বছরে একবার হলেও চিকিৎসকের কাছে এসে পরীক্ষা করা।