Beta

ঠাণ্ডা লাগলে শিশুকে লেবুর শরবত দিন

২৭ অক্টোবর ২০১৮, ১৬:২৬

ফিচার ডেস্ক
সর্দি-কাশিতে শিশুকে লেবুর শরবত খেতে দিন। ছবি : সংগৃহীত

ঋতু বদলের সময় ঠাণ্ডা- কাশি একটি সাধারণ সমস্যা। শিশু থেকে প্রাপ্ত বয়স্ক, সবাই এই সমস্যায় ভোগে। ঠাণ্ডা লাগলে শিশুদের ক্ষেত্রে করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৩৮তম পর্বে কথা বলেছেন ডা. সাইদুর রহমান।

ডা. সাইদুর রহমান বর্তমানে বিআরবি হাসপাতালের শিশু বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।

প্রশ্ন : ঠাণ্ডা-কাশিতে শিশুদের ক্ষেত্রে কী করণীয়?

উত্তর : তিনটি জিনিস আমরা করতে পারি। শিশুকে তিনবার চিনি লেবুর শরবত পান করানো যায়। অথবা আরেকটু বড় যদি হয়, হালকা একটু রং চায়ের মধ্যে আদা কুচি সামান্য দিয়ে, চিনি দিয়ে দিনে দুই বার আদা-চা পান করাতে পারি। আরেকটি হলো তুলসি পাতার রস আধা চা চামচ করে খাওয়া। এই সমান্য কিছু পদক্ষেপ নিলে সর্দিও চলে যাবে, কাশিও চলে যাবে। ওষুধ প্রয়োজন ছাড়া খাওয়া উচিত না।

প্রশ্ন : শ্বাসকষ্টে যেসব শিশুরা ভুগছে তাদের ক্ষেত্রে এর জটিলতা এড়াতে কী করা যেতে পারে?

উত্তর : অ্যাজমা সাধারণত দুই বছর ব্য়সের পর থেকে দেখা যায়। অনেক সময় নয় মাসের পর থেকেও অ্যাজমা শুরু হয়। এই সময় তাদের ইনহেলার ব্যবহার করা উচিত। তার সঙ্গে স্পেসার পাওয়া যায়, যেন ইনহেলার সহজে নিতে পারে। স্পেসারের সাহায্যে ইনহেলার দিতে পারে। এ ছাড়া শ্বাসকষ্ট কমবে না।

Advertisement