অ্যাজমা হলে ইনহেলার কি নিতেই হবে?

ইনহেলার অ্যাজমার একটি চিকিৎসা। এটি নিয়ে অনেকের মধ্যেই ভীতি, অনীহা কাজ করে। অ্যাজমা হলে ইনহেলার কি নিতেই হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৩৮তম পর্বে কথা বলেছেন ডা. সাইদুর রহমান।
ডা. সাইদুর রহমান বর্তমানে বিআরবি হাসপাতালের শিশু বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ইনহেলার ব্যবহারের ক্ষেত্রে অনেকের আপত্তি থাকে। অনেকে ভাবেন, শিশুর ক্ষেত্রে ইনহেলার শুরু করলে সারা জীবনই নিতে হবে। এই বিষয়ে আপনার পরামর্শ কী?
উত্তর : যত দিন তার এই রোগটা থাকবে, তত দিন ইনহেলার নিতে হবে। অ্যাজমা হলে ইনহেলার ব্যবহার করতেই হবে। খাওয়ার জন্য যে ওষুধগুলো পাওয়া যায়, সেগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া বেশি হয়। ইনহেলারের পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কম হয়। এটি শুধু আমাদের ফুসফুসে যাচ্ছে। সেখান থেকে নিয়ন্ত্রিত পরিমাণে শোষণ হচ্ছে। ইনহেলার ছাড়াও নেবুলাইজেশন করা যায়। এটিও বেশ কার্যকরী একটি পদ্ধতি।