ফ্যাটি লিভার কী?
ফ্যাটি লিভার একটি জটিল রোগ। ফ্যাটি লিভার কী, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৩৯তম পর্বে কথা বলেছেন ডা. মোহাম্মদ মোশারফ হোসেন। বর্তমানে তিনি ইউনাইটেড হসপিটালে গ্যাস্ট্রোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : সাধারণত আমাদের শরীরের কিছু না কিছু অংশে চর্বি জমা হয়। এই চর্বি কতখানি বাড়লে বা কোন পর্যায়ে গেলে একে আপনারা ফ্যাটি লিভার বলছেন?
উত্তর : মানুষের শরীরের বিভিন্ন জায়গায় যেমন চর্বি জমে, তেমনি লিভারেও চর্বি জমে। আলট্রাসনোগ্রাম করে যদি ধরা যায় লিভারে চর্বি ২০ ভাগ বা ৫০ ভাগ এ রকম মাত্রায় রয়েছে, তখন আমরা একে ফ্যাটি লিভার ডিজিস বলি। কারণ, ফ্যাটি লিভার ডিজিস অনেকগুলো বিষয়কে যুক্ত করে। প্রথমে আমরা বলি, লিভারে একটু চর্বি, এটি ফ্যাটি লিভার। পরের যে ধাপ, একে আমরা বলি লিভারে চর্বি এবং প্রদাহ, একে আমরা বলি ন্যাশ। এর পরের যে ধাপ, একে আমরা বলি সিরোসিস অব লিভার। এমনকি যাদের সিরোসিস হয়ে যায়, তাদের লিভার ক্যানসার হওয়ার ঝুঁকি থাকে।