লিভারে অতিরিক্ত চর্বি জমে কেন?
লিভারে অতিরিক্ত চর্বি জমার বিষয়টিকে ফ্যাটি লিভার ডিজিস বলে। ফ্যাটি লিভার ডিজিস কেন হয় বা লিভারের চর্বি কেন জমে, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৩৯তম পর্বে কথা বলেছেন ডা. মোহাম্মদ মোশারফ হোসেন।
ডা. মোহাম্মদ মোশারফ হোসেন বর্তমানে ইউনাইটেড হসপিটালে গ্যাস্ট্রোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : লিভারের মধ্যে অতিরিক্ত চর্বি জমে কেন? কারা ঝুঁকিপূর্ণ?
উত্তর : এই যে ফ্যাটি লিভার, এটি কিন্তু সবার হচ্ছে না। এটি কিছু মানুষের হচ্ছে। ফ্যাটি লিভার সবচেয়ে বেশি রয়েছে মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্রেও আনুমানিকভাবে ৩০ ভাগ। সবচেয়ে কম হচ্ছে আফ্রিকায়। বাংলাদেশে এর প্রবণতা কম নয়। বাংলাদেশে কয়েকটি গবেষণা হয়েছে। দেখা গেছে, বাংলাদেশেও ২০ থেকে ২৫ ভাগ মানুষের ফ্যাটি লিভার রয়েছে। সুতরাং ফ্যাটি লিভারের সমস্যাটি মারাত্মক আকার ধারণ করছে। ফ্যাটি লিভারে আক্রান্ত হওয়ার পরের যে ধাপগুলো, সেগুলো খুবই মারাত্মক। এই জন্য ফ্যাটি লিভারের ক্ষেত্রে সচেতনতা খুবই জরুরি।
প্রশ্ন : কাদের হচ্ছে? কেন হচ্ছে?
উত্তর : যাদের অতিরিক্ত ওজন রয়েছে, তারা ঝুঁকিপূর্ণ। আমরা তাদের বেশি ওজন বলছি। তারা ঝুঁকির শীর্ষে রয়েছে। এর পর যাদের ডায়াবেটিস রয়েছে, যাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি রয়েছে, থাইরয়েড হরমোনের যাদের সমস্যা থাকে, তাদের হতে পারে। গর্ভাবস্থা একটি সমস্যা, যারা জন্মনিয়ন্ত্রণ ওষুধ খান, তাদের হতে পারে। আবার কিছু ওষুধ রয়েছে, যেগুলো ফ্যাটি লিভার করতে পারে। ফ্যাটি লিভারের আরেকটি প্রধান কারণ হলো মদ্যপান। আমাদের দেশে এর প্রবণতা অনেক কম। তবে পশ্চিমা দেশে মদ্যপানজনিত লিভারে চর্বি অনেক।