মূত্রতন্ত্রের পাথর কী?
মূত্রতন্ত্রের পাথরের সমস্যা অনেকেরই হয়। মূত্রতন্ত্রের পাথর কী, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৩২তম পর্বে কথা বলেছেন ডা. আজফার উদ্দীন শেখ।
ডা. আজফার উদ্দীন শেখ বর্তমানে বিআরবি হাসপাতালের ইউরোলজি বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : মূত্রতন্ত্র বলতে কী বোঝানো হচ্ছে?
উত্তর : মূত্রতন্ত্র বলতে আমরা বুঝি, কিডনি, কিডনি থেকে প্রস্রাব যে নালিটি দিয়ে আসে, সেটি ইউরেটার- এটি থেকে প্রস্রাব চলে আসে প্রস্রাবের থলিতে, একে ব্লাডার বলে। ইউরেনারি ব্লাডার থেকে প্রস্রাব ইউরেথ্রা বা নালি দিয়ে বাইরে চলে আসে। এসব জিনিসকে মূত্রতন্ত্র বলে।
প্রশ্ন : এই পদ্ধতির সবগুলোর মধ্যেই কি পাথর হতে পারে? মূত্রতন্ত্রের পাথর আসলে কী?
উত্তর : সাধারণত পাথর তৈরি হয় কিডনিতে, প্রস্রাবের থলি বা ইউরিনারি ব্লাডারে। কিডনিতে যে পাথর হয়, সেটি মূত্রনালি দিয়ে নিচে নেমে আসে, তখন মূত্রনালিতে আটকে যায়। এগুলো নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। আর প্রস্রাবের থলিতে যদি বাধা থাকে, তখন সেখানেও পাথর তৈরি হতে পারে।