ফ্যাটি লিভারের চিকিৎসা কী?
লিভারের অতিরিক্ত চর্বি জমাকে ফ্যাটি লিভার ডিজিস বলে। ফ্যাটি লিভার ডিজিসের চিকিৎসায় করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৩৯তম পর্বে কথা বলেছেন ডা. মোহাম্মদ মোশারফ হোসেন।
ডা. মোহাম্মদ মোশারফ হোসেন বর্তমানে ইউনাইটেড হসপিটালে গ্যাস্ট্রোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ফ্যাটি লিভারের চিকিৎসা কী?
উত্তর : প্রথম যেটি, সেটি হলো জীবনযাপনের অভ্যাস পরিবর্তন করা। দ্বিতীয় হলো চিকিৎসা। যেসব চিকিৎসা আগে দেওয়া হতো বা এখন দেওয়া হয়, এগুলোকে মনে করা হয় কোনো কার্যকরী ভূমিকা রাখে না। বিশেষ করে একসময় দেওয়া হতো ডায়াবেটিসের কিছু ওষুধ, যেমন—মেটফরমিন বা আরো কিছু ওষুধ। নতুন ডায়াবেটিসের ওষুধ। আমেরিকান অব সোসাইটি গ্যাস্ট্রোএন্ট্রোলজি পরীক্ষা করে দেখিয়েছে, এগুলো আসলে কোনো কাজে আসে না। এরপর আরেকটি ওষুধ রয়েছে, এর ক্ষেত্রেও দেখা গেছে, কোনো সুবিধা হয় না। লিভারের এনজাইম এএনটি নামে একটি ওষুধ রয়েছে, তাদের ক্ষেত্রে এই ওষুধটি একটু কাজ করে। মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে। বাকি ফ্যাটি লিভারের যে ধারাবাহিকতা, পরবর্তী জটিলতা এগুলোকে প্রতিরোধ করতে সক্ষম নয়।
আরো যেসব ওষুধ রয়েছে, আমরা বলি ওমেগা থ্রি ফ্যাটি এসিড, এটা আমরা বলি লিভারের জন্য ভালো, বিশেষ করে যাদের রক্তে চর্বির পরিমাণ বেশি, তাদের জন্য ওমেগা থ্রি ফ্যাটি এসিড খেতে হবে। তবে এটা কেবল লিভারের চর্বি কমানোর জন্য নয়। ফ্যাটি লিভার হলে সেটি চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে আনা সম্ভব।
যাদের রক্তে চর্বি বেশি, লিভারেও চর্বি বেশি, তাদের চর্বির ওষুধ দিয়ে রক্তের চর্বিকে নিয়ন্ত্রণ করা যায়। আর লিভারের চর্বি যেন আর না বাড়ে, সেই জন্য ওষুধ রয়েছে। আমি আবার বলছি যেটি সবচেয়ে প্রধান চিকিৎসা সেটি হলো জীবনযাপনের ধরন পরিবর্তন।