শিশুদের যক্ষ্মার চিকিৎসা কী?
বড়দের মতো শিশুরাও যক্ষ্মায় ভোগে। শিশুদের যক্ষ্মার চিকিৎসার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৪৩তম পর্বে কথা বলেছেন ডা. এ কে এম তাইফুর রহমান।
ডা. এ কে এম তাইফুর রহমান বর্তমানে হেলথ ম্যানেজমেন্ট বিডি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী হিসেবে কর্মরত।
প্রশ্ন : শিশুদের যক্ষ্মার চিকিৎসা কী?
উত্তর : আমি একটি বিষয় বলতে চাই শিশুদের মা-বাবা বা অভিভাবকদের, অনেকে মনে করেন, এই রোগ নির্ণয় পদ্ধতি অনেক ব্যয়বহুল। অনেকে টাকার অভাবেও হয়তো চিকিৎসকের কাছে যাবেন না, দেরি করবেন। এই সময়ে অপচিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।
তাদের জন্য বলা, যক্ষ্মা রোগের সমস্ত পরীক্ষা পদ্ধতি বা পরীক্ষা খরচ বাংলাদেশ সরকার বহন করছে। সম্পূর্ণ পরীক্ষার খরচ ও চিকিৎসার খরচও বিনামূল্যে করা হচ্ছে। এর প্রধান উদ্দেশ্যই হলো যক্ষ্মা নির্মূল করা।
যক্ষ্মা ধরা পড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা করা উচিত বলে আমি মনে করি। চিকিৎসা শুরু করার পর ছয় মাস টানা ওষুধ খেলে যক্ষ্মা ভালো হয়ে যাবে। এই ছয় মাসের মধ্যে চিকিৎসকের কাছে ফলোআপে থাকবে। তাহলে ভালো হবে।