মূত্রতন্ত্রের পাথর হলে ব্যথা ও বমি হতে পারে

Looks like you've blocked notifications!
মূত্রতন্ত্রের পাথরের বিষয়ে কথা বলেছেন ডা. আজফার উদ্দীন শেখ। ছবি : সংগৃহীত

অনেকেই মূত্রতন্ত্রের পাথরের সমস্যায় ভোগেন। ব্যথা ও বমি মূত্রতন্ত্রের পাথরের একটি লক্ষণ। মূত্রতন্ত্রের পাথরের লক্ষণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৩২তম পর্বে কথা বলেছেন ডা. আজফার উদ্দীন শেখ।

ডা. আজফার উদ্দীন শেখ বর্তমানে বিআরবি হাসপাতালের ইউরোলজি বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।

প্রশ্ন : মূত্রতন্ত্রের পাথরের ক্ষেত্রে রোগীদের প্রধান অভিযোগটা কী থাকে?

উত্তর : রোগীদের ব্যথা হয় প্রথমত। তারা এ রকম বলে যে আমার ব্যথা গত মাসে তিনবার উঠেছে, দুইবার উঠেছে, গত দিন উঠেছিল।

প্রশ্ন : ব্যথার নির্দিষ্ট জায়গাটা কোথায় হয়?

উত্তর : কিডনির অবস্থার হলো আমাদের পিঠের পেছন দিকে। ওইখানে ব্যথা হতে পারে। কিন্তু ইউরেটার দিয়ে যখন পাথর নিচে নামে, তখন সেই ব্যথাটা নড়াচড়া করে। তখন এই ব্যথাকে আমরা কলিকি পেইন বলি। এটি কিডনির পেছন থেকে শুরু করে কুঁচকির দিকে নামে।

ব্যথার সঙ্গে বমি থাকে এবং জ্বর থাকতে পারে। পাথর যদি নিচে নেমে আসে, যখন প্রস্রাবের থলি ও নালির সংযোগস্থলে চলে আসে, তখন প্রস্রাবে সমস্যা হয়। যেমন ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাবে জ্বালাপোড়া, অনেক সময় প্রস্রাবে রক্তও যেতে পারে।