ওসিডি কি পুনরায় হয়?

Looks like you've blocked notifications!

চিকিৎসার মাধ্যমে শুচিবায়ুগ্রস্ততা ভালো করা যায়। তবে এটি কি পুনরায় হতে পারে?

এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৪৬তম পর্বে কথা বলেছেন ডা. দেওয়ান আবদুর রহীম। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালের মনোরোগ বিদ্যা বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে কর্মরত।

প্রশ্ন : কোনটি ওসিডি রোগ আর কোনটা স্বাভাবিক?

উত্তর : যখনই সে তিন বারের বেশি কাজটা করবে, তিন বার করলে ঠিক রয়েছে। তবে এর বেশি করলে সমস্যা। অন্যের অসুবিধা হচ্ছে, নিজের অসুবিধা হচ্ছে। আমরা এমনও দেখেছি, হাত সাবান দিয়ে ধুতে ধুতে হাতে ফাঙ্গাসও পড়েছে।

প্রশ্ন : পুরোপুরি নির্মূল হয়ে গেলে কি আবার হতে পারে?

উত্তর : পুনরায় হতে পারে। তবে তাদের সংখ্যা খুব কম। এই ক্ষেত্রে আবারও একই চিকিৎসা করতে হয়।