মস্তিষ্কের টিউমারের চিকিৎসা কী?

মস্তিষ্কের টিউমার হলে অনেকে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। মস্তিষ্কের টিউমারের অনেক আধুনিক চিকিৎসা এখন বাংলাদেশে রয়েছে। মস্তিষ্কের টিউমারের চিকিৎসার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৪৭তম পর্বে কথা বলেছেন ডা. সৈয়দ ছায়ীদ আহমদ।
ডা. সৈয়দ ছায়ীদ আহমদ বর্তমানে ইউনাইটেড হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের পরিচালক হিসেবে কর্মরত।
প্রশ্ন : মস্তিষ্কের টিউমারের সার্জারিতে আধুনিক কী কী পদ্ধতি রয়েছে?
উত্তর : আমি বলব, যখনই আমরা টিউমার দেখি, তখন দ্রুত এমআরআই, সিটিস্ক্যান থেকে বুঝে নিতে পারি, টিউমারের ধরনটা কী। সেই ধরনটা নিশ্চিত করতে হলে, যদি ক্যানসার জাতের টিউমার হয়, খুব খারাপ জাতের টিউমার হয়, সে ক্ষেত্রে আমরা বলব, শুধু বায়োপসির কথা চিন্তা করি। অথবা টিউমারের আকারটা কমিয়ে দেওয়ার চেষ্টা করি। এরপর রেডিওথেরাপি, কেমোথেরাপি ও অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আমরা চিন্তা করে দেখি কোনটা ভালো হবে। তবে বেনাইন টিউমারের বেলায় যেগুলো ক্যানসার জাতীয় নয়, সেই টিউমারকে অনেকটা বড় অস্ত্রোপচার করে সম্পূর্ণ সরিয়ে ফেলতে পারলে ভালো হয়ে যায়। এ জন্য আমাদের টার্গেট হয়, বড় অস্ত্রোপচার করে টিউমারকে সম্পূর্ণ বের করে দেওয়া। এটি হলো মূল ধারণা। এরপর হয়তো বায়োপসি করার পর দেখা যাচ্ছে, খারাপ কিছু পর্যায় রয়েছে, এগুলোর অস্ত্রোপচার করে, অনেক ক্ষেত্রে নিরাময় করা সম্ভব। আশার বিষয় হলো, এই ব্যবস্থা এখন আমাদের দেশেই রয়েছে।