হার্টে রক্ত সরবরাহ ব্যাহত হচ্ছে, কীভাবে বুঝবেন?

Looks like you've blocked notifications!
হার্টের রক্ত সরবরাহ ব্যাহত হওয়ার লক্ষণের বিষয়ে কথা বলেছেন ডা. মো. লোকমান হোসেন। ছবি : সংগৃহীত

হার্টের রক্ত সরবরাহ ঠিকঠাকমতো না হলে বুক ব্যথা, শ্বাসকষ্ট হয়। অনেক সময় ব্যথা গলা বা কানের দিকে চলে যেতে পারে।

হার্টের রক্ত সরবরাহ ব্যাহত হওয়ার বিভিন্ন লক্ষণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৪৯তম পর্বে কথা বলেছেন ডা. মো. লোকমান হোসেন।  বর্তমানে তিনি ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে কর্মরত।

প্রশ্ন : সাধারণত কী লক্ষণ প্রকাশ পায়?

উত্তর : চাহিদা ও সরবরাহ—যখনই তার অসুবিধা দেখা দেবে, তখনই তার সমস্যা হবে। সাধারণত লক্ষণগুলোর ক্ষেত্রে হয় কি, কিছুদূর হাঁটতে গেলে দমটা কমে আসে। আবার কেউ কেউ হাঁটতে গেলে বলে, ‘স্যার আমার ব্যথাটা গলার এখানে আসে।’ সে কিন্তু আবার ইএনটি সার্জনের কাছে যায়। আবার কারো কারো ব্যথা কানের দিকে হয়, সে কানের ডাক্তারের কাছে চলে যায়। আবার একজন হয়তো বলে, ‘স্যার আমার বুকটা চাপ দিয়ে ধরে  থাকে।’ সে চলে যায় গ্যাস্ট্রোঅ্যান্টেরোলজিস্টের কাছে।

আরেকটি মজার বিষয় হলো, হার্টের যে স্নায়ুর সরবরাহ, যে রক্তের সরবরাহ, ওই গ্যাস্ট্রিকেরও রক্ত পরিবহন কিন্তু একই। তাই অ্যান্টাসিড খেলে কিন্তু হার্টের ব্যথা কমে যায়। তবে এই কমা কিন্তু সেই কমা নয়। এ জন্যই বোধ হয় অনেক বেশি দ্বিধান্বিত হয়ে পড়ে।