পিত্তথলির পাথর থেকে যেসব সমস্যা হয়
পিত্তথলির পাথরের অস্ত্রোপচার সময়মতো করা প্রয়োজন। তা না হলে এটি থেকে ক্যানসার হওয়ার আশঙ্কা বাড়ে।
পিত্তথলির পাথরের বিভিন্ন বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৫০তম পর্বে কথা বলেছেন ডা. দেবাশীষ দাস। বর্তমানে তিনি এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : একজন মানুষের পিত্তথলির মধ্যে পাথর জমে গেলে ক্ষতি কি?
উত্তর : আসলে পিত্তথলির পাথর থাকলে আমরা দুটো কারণে চিন্তিত হই। প্রথম হলো, হয়তো পাথরটা নীরবভাবে লম্বা সময় ধরে থাকতে পারে। যদি কোনো কারণে পিত্তথলির পাথরটা নেমে মুখের মধ্যে আটকে যায়, তাহলে সে একিউট অ্যাটাক নিয়ে আসে। একিউট কলিসিস্টাইটিক বলি, এটি খুব বিপজ্জনক। এর জন্য ভোগান্তি অনেক বেশি। রোগীকে তখন হাসপাতালে ভর্তি করতে হয়, চিকিৎসা দিতে হয়। সেই মুহূর্তে দেখা যায় জরুরিভাবে অস্ত্রোপচারও করা সম্ভব হয় না। যদি দীর্ঘদিন ধরে এই সংক্রমণটা থেকে থাকে, তাহলে আরো খারাপ অবস্থা হয়ে পিত্তথলিতে পুঁজ জমা হয়ে যায়। জরুরি সার্জারিতে আমাদের অনেক সমস্যা হয়।
লম্বা সময় যদি পিত্তথলিতে পাথর থাকে, তাহলে ক্যানসারের একটি আশঙ্কা বাড়ে। এই ভয় থেকে আমরা বলি, যদি পিত্তথলিতে পাথর ধরা পড়ে, তাহলে যত দ্রুত সম্ভব একটি ভালো সময়ে আপনি একে দূর করে ফেলুন।
প্রশ্ন : পিত্তথলিতে তো টিউবার কলোসিস বা যক্ষ্মাও হয়ে থাকে। এর সঙ্গে কি পাথরের কোনো সম্পর্ক রয়েছে?
উত্তর : না, এর সঙ্গে পাথরের কোনো সম্পর্ক নেই।