মেরুদণ্ড বাঁকা রোগ কী?
মেরুদণ্ড চলনশীল একটি অঙ্গ। এটি আমরা প্রয়োজন অনুসারে বাঁকাতে পারি। তবে মেরুদণ্ড কখনো কখনো একেবারে বেঁকে যায়। একে মেরুদণ্ডের বাঁকা রোগ বা স্কোলিওসিস বলে।
মেরুদণ্ড বাঁকা রোগ একটি জটিল সমস্যা। এই রোগের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৫২তম পর্বে কথা বলেছেন ডা. রাইসুল তাসনীম। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালের অর্থোপেডিক বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : মেরুদণ্ড বাঁকা হয়ে যায় কেন?
উত্তর : মেরুদণ্ড বাঁকা রোগ, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর নাম স্ক্লেরোসিস। আমাদের মেরুদণ্ডটা এমনিতে বাঁকা, সামনের দিক থেকে। তবে যখন এই মেরুদণ্ডটা পাশ দিয়ে বেঁকে যায়, একেই আমরা স্ক্লেরোসিস বলি। সাধারণত আমরা বাঁকাতে পারি। তবে এটি যখন বাঁকা অবস্থাতেই থাকে, সোজা হয় না, তখন একেই আমরা মেরুদণ্ড বাঁকা রোগ বা স্ক্লেরোসিস বলি।