Beta

প্যালিয়েটিভ কেয়ার কী?

১১ নভেম্বর ২০১৮, ১৬:০৪

ফিচার ডেস্ক
প্যালিয়েটিভ কেয়ারের বিষয়ে কথা বলেছেন ডা. এ কে এম তাইফুর রহমান। ছবি : এনটিভি

নিরাময়ের অযোগ্য রোগীদের শারীরিক, মানসিকভাবে সহযোগিতা করা বা সেবাদানের বিষয়কে প্যালিয়েটিভ কেয়ার বলে। প্যালিয়েটিভ কেয়ারের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৫৩তম পর্বে কথা বলেছেন ডা. এ কে এম তাইফুর রহমান।  

বর্তমানে তিনি হেলথ ম্যানেজমেন্ট বিডি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী হিসেবে কর্মরত। একই সঙ্গে তিনি প্যালিয়েটিভ সেবা প্রদানকারী ট্রিটমেন্ট অ্যাট হোম বাংলাদেশে কর্মরত।

প্রশ্ন : প্যালিয়েটিভ কেয়ার আসলে কী?

উত্তর : প্যালিয়েটিভের বাংলা অর্থ হলো প্রশমন। প্যালিয়েটিভ কেয়ার বলতে বুঝি, নিরাময় অযোগ্য রোগী বা যেসব রোগীর ভালো হওয়ার সম্ভাবনা কম থাকে বা থাকে না, তাদের শারীরিক, মানসিক, সামাজিক ও আত্তিকভাবে সহযোগিতা করা। একেই আমরা প্যালিয়েটিভ কেয়ার বলি। ব্যথা, কষ্ট এই বিষয়গুলো যতটা সম্ভব প্রশমিত করাই এ সেবার উদ্দেশ্য।

Advertisement