প্রোস্টেট ক্যানসারে সার্জারির পর করণীয়
প্রোস্টেট ক্যানসারের চিকিৎসায় সার্জারি করা হয়। সার্জারির পর নিয়মিত ফলোআপ করলে এবং খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনলে রোগী সুস্থ থাকতে পারে।
প্রোস্টেট ক্যানসারে সার্জারির পর করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৫৪তম পর্বে কথা বলেছেন ডা. আজফার উদ্দীন শেখ। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালের ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : সার্জারির পরে কী ধরনের পরামর্শ দেওয়া হয়?
উত্তর : জীবনযাপনের মধ্যে কম চর্বিযুক্ত এবং বেশি আঁশযুক্ত খাবার খেতে বলি। আর পরামর্শ হলো, সার্জারির পর ফলোআপ করতে হবে। টিউমার আবার বাড়ছে কি না, দেখতে হবে। যেকোনো টিউমারের জন্য ফলোআপ করতে হবে। আমরা সাধারণত ফলোআপ করি, রোগীর পরীক্ষা করি। প্রতি তিন মাস পর পিএসএর মাত্রা পরীক্ষা করি। অনেক সময় দেখি টিউমারটা আছে, কোথাও বেড়ে গেছে। সেখানে আমরা হরমোনাল চিকিৎসা দিই। আসলে চিকিৎসাগুলো করিয়ে নিয়ে নিশ্চিন্তে থাকা যাবে না। ফলোআপের বিষয় রয়েছে। এরপর আমরা যদি অ্যান্ড্রোজেন কমিয়ে দিই, তাহলে তার টিউমারটা ফিরে আসে না।