পেটের মেদ কমানোর সার্জারি কীভাবে করা হয়?
পেটের মেদ নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন। তবে এখন অ্যাবডোমিনোপ্লাস্টির মাধ্যমে পেটের মেদ কমানো যায়।
পেটের মেদ কমানোর সার্জারি কীভাবে করা হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৪৮তম পর্বে কথা বলেছেন ডা. ইকবাল আহমেদ। বর্তমানে তিনি শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজে প্লাস্টিক ও কসমেটিক সার্জারি বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : অ্যাবডোমিনোপ্লাস্টি কীভাবে করা হয়?
উত্তর : এটি সম্পূর্ণ অজ্ঞান করে করতে হয়। অজ্ঞান করার পর আমরা লাইপোসেকশন করি। উপরের পেটের চর্বিটা বের করে ফেলি একটি নলের মাধ্যমে। আর নাভির নিচের অংশ বা নাভি যদি খুব নিচে নেমে যায়, নাভিটা আগের জায়গায় নিয়ে আসি, যেই জায়গায় নাভি থাকার কথা। এভাবে অস্ত্রোপচার করি। এরপর চামড়ার যেই অংশটুকু অতিরিক্ত, সেটুকু আমরা কেটে ফেলি। ভিতরের যেই অংশটার জন্য আমাদের পেটটা ঝুলে থাকে, একে আমরা একটি বিশেষ প্রক্রিয়ায় আঁটসাঁট করে দেই। এরপর আমরা বন্ধ করে দেই।