শিশুর হৃদরোগ নির্ণয়ের যেসব পরীক্ষা করবেন
হৃদরোগ নির্ণয়ে বিভিন্ন পরীক্ষা করা হয়। এর মধ্যে ইকো কার্ডিওগ্রাম অন্যতম। হৃদরোগ নির্ণয়ের বিভিন্ন পরীক্ষার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৫৯তম পর্বে কথা বলেছেন ডা. মোহাম্মদ রোকনুজ্জামান সেলিম।
ডা. মোহাম্মদ রোকনুজ্জামান সেলিম বর্তমানে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কী ধরনের পরীক্ষার মাধ্যমে বুঝতে পারেন যে হৃদরোগ হয়েছে?
উত্তর : যখনই একটি নীল শিশু আমাদের কাছে আসে, হাতের আঙুলগুলো দেখবেন ফোলা ফোলা। আমরা আমাদের ভাষায় ক্লাবিং বলে থাকি। ঠোঁটগুলো দেখবেন কালো হয়ে রয়েছে। জিহ্বা দেখবেন নীল হয়ে রয়েছে। এই ধরনের রোগী যখন আমাদের কাছে আসে, আমরা দেখলেই বুঝতে পারি। এসব শিশুদের বাইরে থেকে বোঝা খুবই মুশকিল, হাসি খুশি চলাফেরা করছে, কোনো রকম কোনো সমস্যা নেই, তবে তার হয়তো হৃদরোগ রয়েছে। এদের ক্ষেত্রে প্রথম যে পরীক্ষা করি, আমরা আমাদের স্টেথোস্কোপের মাধ্যমে পরীক্ষা করে বুঝতে পারি, হয়তো তার কোনো হৃদরোগ রয়েছে। এরপর সবচেয়ে সহজ পরীক্ষা হলো এক্স-রে। এরপর আমরা যেই পরীক্ষাটি করি সেটি হলো ইকো কার্ডিওগ্রাম। এটি দেশের আনাচে-কানাচে এখন সব জায়গায় হচ্ছে। ইকো কার্ডিওগ্রামের মাধ্যমে আমরা মোটামুটি নিঁখুতভাবে, নিশ্চিত হতে পারি, কী ধরনের হৃদরোগ হয়েছে, এর জন্য কী করতে হবে।