প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়ার কারণ কী?

Looks like you've blocked notifications!
প্রস্রাবে রক্ত যাওয়ার বিষয়ে কথা বলেছেন ডা. মো. আজফার উদ্দীন শেখ। ছবি : এনটিভি

প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়ার বিষয়টিকে হেমাচুরিয়া বলে। প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়ার কারণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৬২তম পর্বে কথা বলেছেন ডা. মো. আজফার উদ্দীন শেখ।

ডা. মো. আজফার উদ্দীন শেখ বর্তমানে বিআরবি হাসপাতালের ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।

প্রশ্ন : প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়ার প্রধান কারণ কী? এতে কারা ঝুঁকিপ্রবণ?

উত্তর : প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়াকে প্রথমত আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটি রক্ত খালি চোখে দেখা যায়। একে চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় আমরা বলি গ্রস হেমাচুরিয়া। আরেকটি রক্ত দেখা যায় না। মাইক্রোস্কোপের নিচে প্রস্রাব পরীক্ষা করলে বোঝা যায়। একে বলে মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া।

প্রস্রাবে রক্ত যাওয়ার প্রচলিত কারণগুলো হলো, মূত্রতন্ত্রের কোনো জায়গায় যদি পাথর হয়, ইনফেকশন হয়, ইনফেকশন কিডনিতে হতে পারে, অন্য জায়গায় হতে পারে, প্রস্রাবের নালিতে হতে পারে, কোনো আঘাতজনিত কারণে হতে পারে। এরপর প্রস্রাবের রাস্তায় যদি কোনো যন্ত্র দিয়ে পরীক্ষা করা হয়, তাহলে হতে পারে। আর কতগুলো ওষুধ খেলে হতে পারে।