কিডনির ক্যানসারে প্রস্রাবের সঙ্গে রক্ত যায়

Looks like you've blocked notifications!
প্রস্রাবে রক্ত যাওয়ার বিষয়ে কথা বলেছেন ডা. মো. আজফার উদ্দীন শেখ। ছবি : এনটিভি

প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়ার বিষয়টিকে বলা হয় হেমাচুরিয়া। কিডনিতে ক্যানসার হলে বা মূত্রথলিতে ক্যানসার হলে প্রস্রাবের সঙ্গে রক্ত যেতে পারে। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৬২তম পর্বে কথা বলেছেন  ডা. মো. আজফার উদ্দীন শেখ।

ডা. মো. আজফার উদ্দীন শেখ বর্তমানে বিআরবি হাসপাতালের ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।

প্রশ্ন : কোনো টিউমার বা ক্যানসার জাতীয় রোগ থেকে রক্তক্ষরণ হতে পারে?

উত্তর : এটি একটি প্রধান কারণ রক্ত যাওয়ার। যেমন : কিডনির ক্যানসারে প্রস্রাবের সঙ্গে রক্ত আসতে পারে। মূত্রথলির ক্যানসারে প্রস্রাবের সঙ্গে রক্ত আসতে পারে। এগুলো খুব প্রচলিত। বিশেষ করে বয়স্ক লোকদের মধ্যে।