প্রস্রাবে রক্ত অনেক সময় চোখে পড়ে না

প্রস্রাবের সঙ্গে রক্ত দুইভাবে যেতে পারে। একটি দেখা যায়, আরেকটি দেখা যায় না। যেই রক্ত প্রস্রাবের সঙ্গে দেখা যায় না, সেটি পরীক্ষার মাধ্যমে প্রকাশ পায়।
প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়ার বিভিন্ন বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৬২তম পর্বে কথা বলেছেন ডা. মো. আজফার উদ্দীন শেখ। বর্তমানে বিআরবি হাসপাতালের ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : কোন বয়সে বা কী ধরনের হলে, আমরা কোন রোগ বলে ধারণা করতে পারি?
উত্তর : যদি রক্তটা গ্রস হিমাচুরিয়া হয়, যদি খালি চোখে দেখা যায়, একে আমরা একটু গুরুত্বের সঙ্গে নিই। তখন অনেক বেশি রক্ত যায়। অল্প বয়স্কদের ক্ষেত্রে, যদি ৫০ বছরের নিচে হয়, রোগী যদি ধূমপান না করে, তাহলে সাধারণত পাথরের জন্য হতে পারে বা সংক্রমণের জন্য হতে পারে। কিন্তু যদি বয়স্কদের হয়, ৫০ বছরের ওপরের রোগী ধূমপান করে, অনেক দিন ধরে, এদের ক্ষেত্রে টিউমার বা ক্যানসার হওয়ার আশঙ্কা খুবই বেশি।
প্রশ্ন : যেই রক্ত প্রস্রাবের সঙ্গে দেখা যায় না, কিন্তু যায়, সেটি বোঝার উপায় কী?
উত্তর : এটিতে অনেক ক্ষেত্রেই লক্ষণ থাকে না। রোগীরা যখন অন্য কোনো কারণে প্রস্রাব পরীক্ষা করতে যায়, তখন চিকিৎসকরা দেখে যে এর ইউরিনের ভেতরে রেড সেল বা লোহিত কণিকা রয়েছে। যদি পর পর দুবার ইউরিন পরীক্ষা করার পরে, তিনটি বা তার বেশি লোহিত কণিকা থাকে, সে ক্ষেত্রে এটি একটু আলাদা। সে ক্ষেত্রে আমরা বুঝব, রোগীকে কোনো ইউরোলজিস্টকে দেখাতে হবে।