প্রস্রাবে রক্ত যেভাবে নির্ণয় করবেন
প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া নির্ণয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়। এর মধ্যে রয়েছে ইউরিন কালচার, আল্ট্রাসোনোগ্রাম ইত্যাদি।
প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া নির্ণয়ে পরীক্ষা নিরীক্ষার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৬২তম পর্বে কথা বলেছেন ডা. মো.আজফার উদ্দীন শেখ। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালে ইউরোলজি বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : প্রস্রাবে রক্ত যাওয়ার ক্ষেত্রে কী কী পরীক্ষা-নিরীক্ষা করেন?
উত্তর : প্রথমে আমরা প্রস্রাবে একটি রুটিন ও মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করে থাকি। এটি করলে এর মধ্যে লোহিত কণিকা পাওয়া যায়। এর মধ্যে আরওবিসি কাস্ট বলে একটি জিনিস পাওয়া যেতে পারে।
এটি পাওয়া গেলে আমরা বুঝি রক্তের উৎস কিডনি। কিডনি থেকে রক্ত আসতে পারে। আর যদি না থাকে আমরা ধারণা করি, এটি নিচের ট্র্যাক্ট, ব্লাডার অন্য কোনো জায়গা থেকে আসছে। এটি দিয়ে আমরা পার্থক্য করতে পারি।
এ ছাড়া আমরা ইউরিনের কালচার করতে পারি, কোনো সমস্যা রয়েছে কি না, দেখার জন্য। ইউরিনের সাইকোলজি করতে পারি। সাইকোলজি করলে ক্যানসার সেল বোঝা যায়। বিশেষ করে ব্লাডার ক্যানসারের ক্ষেত্রে সাইকোলজি অনেক বেশি পজিটিভ হয়। এসব পরীক্ষা আমরা সাধারণত প্রাথমিক পর্যায়ে করে থাকি।
এরপর আমরা আল্ট্রাসোনোগ্রাম করতে পারি। আল্ট্রাসোনোগ্রাম করলে কিডনিতে টিউমার, সিস্ট এগুলো বোঝা যায়। প্রস্রাবের থলিতেও টিউমার ও পাথর থাকলে বোঝা যায়। আর পরবর্তীকালে যদি প্রয়োজন হয়, আমরা আইভিও, এক ধরনের এক্স-রে করতে পারি। তাতেও যদি কিছু ধরা না পড়ে আমরা সিটি স্ক্যান বা সিটি ইকোগ্রাম করি।