হাত -পায়ে ব্লক নির্ণয়ে যেসব পরীক্ষা হয়
হাত-পায়ের রক্তনালির ব্লকের সমস্যায় অনেকেই ভোগেন। সময়মতো চিকিৎসা না নিলে অবস্থা জটিল হয়ে হাত –পা কেটে ফেলার আশঙ্কা ঘটে।
হাত পায়ের ব্লক নির্ণয়ে পরীক্ষার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৬০তম পর্বে কথা বলেছেন ডা. সাকলায়েন রাসেল। বর্তমানে তিনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাসকুলার সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : হাত-পায়ের রক্তনালির ব্লক নির্ণয়ে কী করেন? তাৎক্ষণিকভাবে করণীয় কী?
উত্তর : কারণ, হার্টের সঙ্গে এর সরাসরি সম্পর্ক। আমি একটি স্লোগান খুব পছন্দ করি, তুমি যদি তোমার হার্টকে ভালোবাস, তোমার হাত-পাগুলো ভালো থাকবে। হার্টকে চেকআপে রাখতে হবে।
দ্বিতীয়ত, পায়ের রক্তনালি ব্লক রয়েছে কি না? ঘা রয়েছে পায়ে। আমরা তখন দেখি পালসটা ধীর গতির। আমরা একটি আল্ট্রাসাউন্ড পরীক্ষা করি। একে আমরা নামকরণ করেছি ডুপ্লেক্স। ডুপ্লেক্স করলে মোটামুটি নিশ্চিত জানিয়ে দেয় পায়ে ব্লক রয়েছে। ডুপ্লেক্স যদি বলে ব্লকের পরিমাণ বেশি, তখন আমরা এনজিওগ্রাম করি। আমরা ভাসকুলার সার্জন, আমরা ডুপ্লেক্স করি, আমরা এনজিওগ্রাম করি। প্রয়োজনে আমরা সিটি এনজিওগ্রাম করি। করার পর আমরা আসলে নিশ্চিত হই যে তার পায়ের মধ্যে ব্লক রয়েছে।