প্রোস্টেট গ্রন্থি কী?

Looks like you've blocked notifications!
প্রোস্টেট গ্রন্থির বিষয়ে কথা বলেছেন ডা. মো. আজফার উদ্দীন শেখ। ছবি : এনটিভি

প্রোস্টেট পুরুষদের একটি গ্রন্থি। এই গ্রন্থির বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৬৮তম পর্বে কথা বলেছেন ডা. মো. আজফার উদ্দীন শেখ। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালের ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।

প্রশ্ন : প্রোস্টেট গ্রন্থি কী?

উত্তর : প্রোস্টেট একটি মাংসপিণ্ড। একটি সুপারির আকারের মাংসপিণ্ড, যেটি কি না আমাদের প্রস্রাবের থলি ও প্রস্রাবের নালির জাংশনে থাকে। পুরুষদের থাকে। এটি একটি মাংসপিণ্ড, যেটি কি না বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে, কতগুলো কারণে। আর আমাদের যে প্রস্রাবের রাস্তা বা প্রস্রাবের নালিটা, এই প্রোস্টেট গ্রন্থির ভেতর দিয়ে আসে। তাই এই প্রোস্টেট গ্রন্থি যদি বড় হয়ে যায়, প্রস্রাবের নালির ওপর চাপ দেয়। এগুলো হলে প্রস্রাবের বিভিন্ন রকম সমস্যা হয়। এগুলো সাধারণত পুরুষদের ৫০ বছরের পর থেকে শুরু হয়।