প্রোস্টেট গ্রন্থি বড় হওয়ার কারণ কী?
প্রোস্টেট গ্রন্থি পুরুষদের থাকে। এটি অনেকটা সুপারির মতো। বয়স বাড়তে থাকলে অনেকেরই এই গ্রন্থি ধীরে ধীরে বড় হয়। প্রোস্টেট গ্রন্থি বড় হওয়ার কারণ কী?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৬৮তম পর্বে কথা বলেছেন ডা. মো. আজফার উদ্দীন শেখ। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালে ইউরোলজি বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটি বাড়ে কেন?
উত্তর : সবারই বড় হয় না। বড় হয় সাধারণত কিছু হরমোনের ভারসাম্যহীনতার কারণে। গবেষণা করে দেখা গেছে, পুরুষ হরমোন, ডাইহাইড্রোটেসটোসটেরনের কারণে এটি হয়। এটি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায়। এই হরমোন প্রোস্টেটের কোষগুলোকে উদ্দীপ্ত করে বড় হওয়ার জন্য। তাই প্রোস্টেটটা বড় হয়ে যায়। আরেকটি গবেষণা বলছে, পুরুষ হরমোন টেসটোসটেরন ও ইসট্রোজেন- বয়স বাড়তে থাকলে এই দুটোর ভারসাম্যহীনতা হয়, এই কারণেও এ রকম সমস্যা হতে পারে।