প্রোস্টেট গ্রন্থির বড় হলে জটিলতা কী?
প্রোস্টেট পুরুষদের এক ধরনের গ্রন্থি। বয়স বাড়তে থাকলে অনেকের ক্ষেত্রে এই গ্রন্থি বাড়ে। প্রোস্টেট গ্রন্থি বাড়লে জটিলতা কী, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৬৮তম পর্বে কথা বলেছেন ডা. মো. আজফার উদ্দীন শেখ।
ডা. মো. আজফার উদ্দীন শেখ বর্তমানে বিআরবি হাসপাতালে ইউরোলজি বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : প্রোস্টেট গ্রন্থির কাজ কী? এটি বড় হয়ে গেলে কি কার্যক্ষমতার কোনো ব্যাঘাত ঘটে?
উত্তর : অন্যান্য গ্রন্থির মতো প্রোস্টেট গ্রন্থিও কিছু জিনিস নিঃসরণ করে। নিঃসৃত জিনিসগুলো আমাদের স্পার্ম বা শুক্রাণু এগুলোকে পুষ্টি দেয়। এগুলো বেঁচে থাকে, এখান থেকে পুষ্টি নিয়ে। পুরুষদের প্রজনন ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আর এর ভেতর দিয়ে আমাদের যে প্রস্রাবের নালিটা যায়, এটি প্রবাহিত করে। তাই এটি আমাদের ইউরেথ্রার একটি গুরুত্বপূর্ণ কাঠামো।
তাই এটি বড় হলে যেই সমস্যাটা হয়, সেটি হলো ইউরেথ্রার ওপর চাপ পড়ে।