প্রোস্টেট বড় হওয়ার লক্ষণ কী?
বয়স বাড়তে থাকলে অনেক পুরুষেরই প্রোস্টেট গ্রন্থি বড় হতে থাকে। ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাব পরিষ্কারভাবে করতে না পারা, প্রস্রাব করতে অনেক সময় লাগা ইত্যাদি প্রোস্টেট বড় হওয়ার লক্ষণ। এ ছাড়া আরো কিছু লক্ষণ রয়েছে।
প্রোস্টেট বড় হওয়ার লক্ষণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৬৮তম পর্বে কথা বলেছেন ডা. মো. আজফার উদ্দীন শেখ। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালের ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : প্রোস্টেট বড় হলে এর যে কার্যক্ষমতা, তার কোনো হেরফের হয় কি?
উত্তর : প্রোস্টেট যত বড় হয়, একটি এনজাইম রয়েছে, পিএসএ বলে একে, সেটি বেশি বের হতে থাকে। সেটি তখন রক্তে চলে আসে। একে আমরা প্রোস্টেট ক্যানসারের একটি মার্কার হিসেবে ধরি।
প্রশ্ন : প্রোস্টেট বড় হলে কী কী লক্ষণ দেখা দেয়?
উত্তর : এই লক্ষণগুলোর মধ্যে ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাব পরিষ্কারভাবে করতে না পারা ইত্যাদি রয়েছে। রোগীরা বলে, ‘আমি প্রস্রাব করতে যাই, কিন্তু মনে হয় যেন অর্ধেকটা ভেতরে থেকে যাচ্ছে।’ এরপর প্রস্রাব করার সময় চাপ দিয়ে করা। প্রস্রাব করতে করতে হঠাৎ থেমে যায়, আবার শুরু হয়। প্রস্রাব করতে অনেক সময় লাগে। প্রস্রাবের শেষে এসে ফোঁটায় ফোঁটায় পড়তে থাকে। অনেককে রাতে সাতবার/ আটবার পর্যন্ত উঠতে হয়। রাতে তারা ঘুমাতে পারে না। প্রতি ঘণ্টায় ঘণ্টায় তাদের ওয়াশরুমে যেতে হয়।