কিডনির পাথরের অস্ত্রোপচার কি জরুরি?

Looks like you've blocked notifications!
কিডনির পাথরের চিকিৎসার বিষয়ে কথা বলেছেন ডা. মো. আজফার উদ্দীন শেখ। ছবি : এনটিভি

কিডনির পাথর কখনো ছোট হয়, আবার কখনো বড়। অনেক সময় ওষুধ খাওয়ার পর ব্যথা কমে গেলে অনেকে কিডনির পাথরের চিকিৎসায় অস্ত্রোপচার আর করতে চান না। কিডনির পাথরের ক্ষেত্রে অস্ত্রোপচার না করলে কি ক্ষতি হতে পারে?

এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৬২তম পর্বে কথা বলেছেন ডা. মো. আজফার উদ্দীন শেখ। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালের ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।

প্রশ্ন : কিডনির পাথর হলে ব্যথার ওষুধ খাওয়ার পর হয়তো কমে গেল। তিনি যদি মনে করেন, অস্ত্রোপচার করবেন না, তাহলে কি ঝুঁকি বাড়তে পারে?

উত্তর : হ্যাঁ। তার ঝুঁকি বাড়তে পারে।

প্রশ্ন : কী ধরনের?

উত্তর : ব্যথা সাধারণত হয় যখন পাথরটা নড়াচড়া করে। কিন্তু পাথর যদি এক  জায়গায় আটকে যায়, তখন কিন্তু কিছুদিন কোনো ব্যথা থাকে না। এটি দেখে রোগীরা ভাবে, আমি বোধ হয় সুস্থ হয়ে গেছি। আসলে কিন্তু পাথরটা প্রস্রাবের নালিকে ব্লক করে দেয়। করতে করতে কিডনিটা ফুলে যায়। অনেক সময় কিডনির কার্যক্রম খারাপ হয়ে যায়। তাই খেয়াল করতে হবে পাথরটা পরিষ্কার হলো কি না। না হলে পরে সমস্যা করতে পারে।