হঠাৎ পেটে তীব্র ব্যথা হয় যেসব রোগে
পেটে ব্যথা বেশ অস্বস্তিদায়ক। আর সেটা যদি হয় হঠাৎ করে, তাহলে তো কথাই নেই। বিভিন্ন রোগ রয়েছে, যেগুলোতে হঠাৎ করে পেটে তীব্র ব্যথা শুরু হয়ে যেতে পারে। এসব রোগের বিষয়ে কথা বলেছেন ডা. এ এম শহীদুল্লাহ।
ডা. এ এম শহীদুল্লাহ বর্তমানে বিআরবি হাসপাতালের সার্জারি ও ল্যাপারোস্কোপি বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে কর্মরত। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৭১তম পর্বে সাক্ষাৎকারটি প্রচারিত হয়।
প্রশ্ন : একিউট অ্যাবডোমিন বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর : একিউট অ্যবডোমিন এমন একটি অসুখ, যেটাতে হঠাৎ করে পেটে প্রচণ্ড ব্যথা হয়। এটি এমন একটি অসুখ, যেটি প্রত্যেকেই জীবনে কোনো না কোনো সময় ভোগ করে থাকে। এই জন্য সবাই বিচলিত হয়ে পড়ে। এই ধরনের সমস্যাগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে অস্ত্রোপচারের দরকার হয়ে পড়ে। তবে কিছু কিছু ক্ষেত্রে অস্ত্রোপচার ছাড়াও এটি ভালো হয়। যেটাতে অস্ত্রোপচারের দরকার হয়, সেখানে বড় করে কেটে সমস্ত কিছু দেখে, এরপর রোগ নির্ণয় করে অনেক সময় আমাদের অস্ত্রোপচার করতে হয়। একে ল্যাপারোটোমি বলে।
প্রশ্ন : একিউট অ্যাবডোমিনের সমস্যা, যেটি বললেন হঠাৎ করে পেটে তীব্র ব্যথা হতে পারে, এই সমস্যাটা কোন কোন রোগের ক্ষেত্রে হয়?
উত্তর : অনেক রোগের ক্ষেত্রে হতে পারে। তবে আমরা বিস্তারিতে যাব না। কিছু সমস্যা রয়েছে, যেমন পেট ফুটো হয়ে গেলে, সাধারণত ডিওডেনাল ফুটো হয়। এ ছাড়া আইলিয়াম ফুটো হয়, আবার ইনটেসটাইন অবসট্রাকশন হয়, আবার অ্যাপেনডিকস রয়েছে। এই ব্যথা হয়তো রাতের বেলা উঠে গেল। ছোট বাচ্চাদের ক্ষেত্রে যেমন প্রচুর কৃমি হলে, পেটে আটকে গেল, সেই সময় ব্যথা হয়।
আর বিবাহিত নারীদের ক্ষেত্রে সাধারণত একটি ব্যথা হয়। আর সেটি হলো অ্যাকটোপিক প্রেগন্যান্সি। গর্ভধারণ সাধারণত জরায়ুতে হওয়ার কথা, কিন্তু সেখানে না হয়ে অন্য একটি জায়গায় যদি হয়ে যায়, তখন দেখা যায় তার ঋতুস্রাবটা হয় না। তাকে যদি পরীক্ষা করি, দেখা যায়, গর্ভধারণ হয়েছে। তখন আমরা চিন্তা করি যে তার অ্যাকটোপিক থাকতে পারে। এতে জটিল ধরনের তলপেটে ব্যথা নিয়ে আসে। এই সমস্যায় ৬ থেকে ১২ ঘণ্টার মধ্যে যদি অস্ত্রোপচার না করা যায়, তাহলে রোগী অনেক সময় মারা যায়।