অপরিণত শিশু জন্মের কারণ কী?
মায়ের গর্ভে ৩৭ সপ্তাহ পূর্ণ করার আগেই একটি শিশু জন্ম নিলে তাকে অপরিণত বা অপরিপক্ব শিশু বলে। বিভিন্ন কারণে একটি শিশু অপরিণতভাবে জন্ম নিতে পারে।
অপরিণত শিশু হওয়ার কারণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২২৫তম পর্বে কথা বলেছেন ডা. নাজমুন নাহার। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালের নবজাতক বিভাগের ইউনিট প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : সাধারত কী কী অবস্থায় একটি শিশুকে অপরিপক্ব অবস্থায় পৃথিবীতে আনতে হয়?
উত্তর : এর মধ্যে আমি একটু বলে নিই, অপরিপক্ব শিশু আসলে আমরা কাকে বলব। কোন সময়ের আগে হলে আসলে আমরা অপরিপক্ব বলব? শিশুটি যদি মায়ের গর্ভের ৩৭ সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই জন্ম নেয়, তাহলে তাকে আমরা অপরিপক্ব শিশু বলব। যদি ৩৭ সপ্তাহ পূর্ণ হয়ে যায় এবং ৪২ সপ্তাহের মধ্যে সে জন্মগ্রহণ করে, তাহলে আমরা তাকে বলব পরিণত শিশু।
যারা ৩৭ সপ্তাহের আগে জন্মগ্রহণ করে, তারা নিজেদের কিছু কারণের জন্য বা মায়েদের কিছু কারণের জন্য জন্ম নিয়ে ফেলে। আর কিছু কারণ রয়েছে, যেখানে মায়ের নিরাপত্তা ও শিশুর নিরাপত্তার জন্য, তাকে আগেই বের করে নিয়ে আসতে হয়।
সে ক্ষেত্রে মায়ের কিছু রোগ থাকলে সমস্যা হতে পারে। যেমন : মায়ের যদি একলামসিয়া থাকে, মায়ের যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে, তাহলে আগেই তাকে ডেলিভারি করে ফেলতে হবে। এ ছাড়া শিশুর যদি হাইপক্সিয়া হয়, শিশুর যদি অক্সিজেনের ঘাটতি হয়, যদি শ্বাসকষ্ট শুরু হয়ে যায় পেটের মধ্যে থেকে, তখন তাকে বের করে ফেলতে হয়।
এ ছাড়া অনেক কারণ রয়েছে, যার জন্য অপরিপক্ব শিশু প্রসব হয়ে যায়। এর মধ্যে অন্যতম কারণ হলো, প্রি-ম্যাচিউর রাপচার অব মেমব্রেন। এর মানে হলো পানি ভেঙে যাওয়া। যদি ৩৭ সপ্তাহ হওয়ার আগেই পানি ভেঙে যায় মায়ের, তাহলে শিশুটি অপরিণত বা অপরিপক্ব হবে।
নিম্নবিত্তদের ক্ষেত্রে এটি খুব বেশি হয়। মায়ের যদি ওজন কম থাকে, মায়ের বয়স যদি কম থাকে, ১৭ বা তার নিচে যদি মায়ের বয়স থাকে অথবা মায়ের বয়স যদি চল্লিশের ওপরে হয়, সে ক্ষেত্রেও অপরিপক্ব শিশু হয়ে যায়। এ ছাড়া মাল্টিপল স্টেশন যাকে বলে, যেমন যমজ বা তিনটি শিশু একসঙ্গে হয়, তাহলে সে ক্ষেত্রেও অপরিপক্ব শিশু হয়ে যায়।
এ ছাড়া মায়ের যদি আগের শিশুটি অপরিপক্ব হয়, তাহলে খুব প্রবণতা থাকে পরের শিশুটি অপরিপক্ব হয়ে যাওয়ার। আবার মা যদি কোনো চাপযুক্ত অবস্থায় হঠাৎ করে পড়ে, তাহলেও অপরিপক্ব শিশু হতে পারে।
শারীরিক চাপের কারণে সমস্যা হতে পারে। মা যদি বেশি কাজ করে, ভারী কিছু ওঠায়, তাহলেও অপরিপক্ব শিশু হতে পারে।
আরো একটি কারণ রয়েছে। শিশুর যদি কোনো জন্মগত ত্রুটি থাকে, সে ক্ষেত্রেও অপরিপক্ব শিশু হয়ে যায়।