অপরিণত শিশু যেসব শারীরিক সমস্যায় ভোগে
সাধারণত ৩৭ সপ্তাহ পূর্ণ হওয়ার আগে একটি শিশু জন্ম নিলে তাকে অপরিণত শিশু বলা হয়। অপরিণত হওয়ার কারণে তারা জন্মের পর থেকেই বিভিন্ন সমস্যায় ভোগে।
অপরিণত শিশুর বিভিন্ন শারীরিক সমস্যার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২২৫তম পর্বে কথা বলেছেন ডা. নাজমুন নাহার। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালের নবজাতক বিভাগের ইউনিটপ্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : অপরিপক্ব শিশুর কী কী সমস্যা হতে পারে?
উত্তর : অপরিণত শিশুর জন্মের পরপরই প্রথমে যে সমস্যাটি হয়, সেটি হলো, খুব প্রবণতা থাকে তার ঠান্ডা হয়ে যাওয়ার। এই জন্য প্রথমে তার ঠান্ডা প্রতিরোধ করতে হবে।
যেহেতু সে অপরিণত, তাই তার মস্তিষ্ক থেকে শুরু করে চামড়া পর্যন্ত, প্রতিটি জায়গা অপরিণত থাকে। যেমন, তার মস্তিষ্কে সমস্যা হতে পারে। জন্মের পরপরই সে শ্বাস নিতে পারে না। এরপর তার ফুসফুসটা অপরিণত থাকতে পারে। এ ছাড়া শরীরের গ্লুকোজ ব্যবস্থাপনা করতে পারে না। লবণ, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়ামের ব্যবস্থাপনা করতে পারে না। আর এসব শিশু খুব সংক্রমণপ্রবণ হয়। খুব সহজেই তারা জীবাণু দিয়ে আক্রান্ত হয়। কারণ, এদের চামড়া থাকে খুবই পাতলা। এ জন্য তারা খুব সহজে সংক্রমিত হয়।
তার হার্ট পরিপূর্ণভাবে গঠন হয় না। দেখা যায়, কিছু ছিদ্র থেকে যেতে পারে, যেটি হয়তো জন্মের পরে গিয়ে বন্ধ হয়। তাদের খাদ্যনালিটাও অপরিণত থাকে। দেখা যায়, খাবার দিলে সেই খাবার সে হজম করতে পারে না। পেট ফুলে যেতে পারে।
তার মস্তিষ্কের গঠন যেহেতু ঠিকঠাকমতো হয়নি, দেখা যায়, তার হেমোরেজ পর্যন্ত হয়ে গেছে। এদের জন্ডিসের প্রবণতাও খুব বেশি থাকে।