অপরিণত শিশুকে কখন হাসপাতালে নেবেন?

Looks like you've blocked notifications!
অপরিণত শিশুর বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন ডা. নাজমুন নাহার ও ডা. সাখাওয়াৎ হোসেন। ছবি : সংগৃহীত

মায়ের গর্ভে ৩৭ সপ্তাহ পূর্ণ হওয়ার আগে কোনো শিশু জন্ম নিলে তাকে অপরিণত শিশু বলে। একটি অপরিণত শিশু সাধারণত ৩৪ সপ্তাহের নিচে আর এক হাজার ৮০০ গ্রামের নিচে হলে তাকে হাসপাতালে নিতে হবে।

আরো কিছু বিষয় রয়েছে, যেগুলো দেখলে একটি অপরিণত শিশুকে দ্রুত হাসপাতালে নিতে হবে। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২২৫তম পর্বে কথা বলেছেন ডা. নাজমুন নাহার। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালের নবজাতক বিভাগের ইউনিটপ্রধান হিসেবে কর্মরত।

প্রশ্ন : নবজাতকের কোন কোন সমস্যা দেখলে তাকে হাসপাতালে ভর্তি করতে হবে?

উত্তর :  শিশুর গর্ভকালীন বয়স যদি ৩৪ সপ্তাহের নিচে হয়, অথবা তার ওজন যদি এক হাজার ৮০০ গ্রামের নিচে থাকে, তাহলে অবশ্যই তাকে নবজাতকের যে ইনটেনসিভ কেয়ার ইউনিট রয়েছে, সেখানে ভর্তি করতে হবে।

এ ছাড়া যদি তার গর্ভকালীন বয়স ৩৪ সপ্তাহের বেশি হয় বা ওজন এক হাজার ৮০০ গ্রামের বেশি হয়, কিন্তু যদি দেখা যায়, সে তার তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারছে না, তার শ্বাসকষ্ট হচ্ছে, সে গ্লুকোজ ব্যবস্থাপনা করতে পারছে না অথবা তার জন্ডিস হয়েছে, সে ক্ষেত্রেও তাদের নবজাতকের ইনটেনসিভ কেয়ারে রেখে চিকিৎসা করতে হবে।