একটোপিক প্রেগন্যান্সি কেন হয়?
জরায়ুতে গর্ভধারণ না করে অন্য কোথাও গর্ভধারণ করাকে একটোপিক প্রেগন্যান্সি বলা হয়। জরায়ুর প্রদাহজনিত সমস্যা, বন্ধ্যত্ব রোধে বিভিন্ন ওষুধে ব্যবহার ইত্যাদি কারণে একটোপিক প্রেগন্যান্সি হতে পারে।
একটোপিক প্রেগন্যান্সি কেন হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৭২তম পর্বে কথা বলেছেন ডা. বর্ণালী দাশ। বর্তমানে তিনি আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : একটোপিক প্রেগন্যান্সির ক্ষেত্রে কারা ঝুঁকিপূর্ণ? কেন হয় এটি?
উত্তর : গর্ভধারণে বেশিরভাগ ক্ষেত্রে ঈশ্বরের আশীর্বাদে কোনো সমস্যা হয় না। কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয়। এই কিছু সমস্যার ক্ষেত্রে অন্যতম একটোপিক প্রেগন্যান্সি। কিছু কিছু কারণ রয়েছে। এর মধ্যে বড় কারণ হলো প্রদাহ। আমাদের দেশের পরিপ্রেক্ষিতে নিম্নবিত্ত যারা, তাদের পরিবেশগত একটি বিষয় থাকে। অস্বাস্থ্যকর সম্পর্ক হয়। এ ক্ষেত্রে তারা সতর্ক থাকে না। সেই ক্ষেত্রে কারো যদি প্যালভিক ইনফ্ল্যামেটোরি ডিজিস, জরায়ুতে প্রদাহজনিত সমস্যা যদি থাকে, তাহলে তার সমস্যা হতে পারে। এ জন্য তাদের খুব বেশি একটোপিক প্রেগন্যান্সি হয়।
আরো কিছু সমস্যা রয়েছে। ইদানীং বন্ধ্যত্ব আমাদের একটি প্রচলিত সমস্যা হয়ে গেছে, এই জন্য কৃত্রিম অনেক কিছু দিতে হচ্ছে। এসব কারণেও একটোপিক হওয়ার একটি আশঙ্কা রয়েছে।