পুরুষদের স্তন কেন হয়?

Looks like you've blocked notifications!
পুরুষদের স্তনের বিষয়ে আলোচনা করছেন ডা. বিদ্যুৎ চন্দ্র দেবনাথ ও ডা. সানজিদা হোসেন। ছবি : এনটিভি

অনেক সময় ইসট্রোজেন হরমোনের প্রভাবে নারীদের মতো পুরুষদের স্তনও বৃদ্ধি পায়। এ ছাড়া আরো কারণে পুরুষদের স্তন বৃদ্ধির সমস্যা দেখা যায়।

পুরুষদের স্তন কেন হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৭৬তম পর্বে কথা বলেছেন ডা. বিদ্যুৎ চন্দ্র দেবনাথ। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সার্জারি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রশ্ন : পুরুষদের স্তনের সমস্যা হওয়ার কারণ কী?

উত্তর : ৭৫ ভাগ কারণ হলো ফিজিওলজিক্যাল। হবে, চলে যাবে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আর বাকি যে বিষয়গুলো রয়েছে, এতে প্যাথোলজিক্যাল কিছু বিষয় থাকে। সবসময় যে কারণ খুঁজে পাওয়া যায় সেটি নয়। নারীদের শরীরে ইসট্রোজেন হরমোনটা একটু বেশি থাকে। ছেলেদের ইসট্রোজেন কিন্তু সেই রকমভাবে থাকে না। ইসট্রোজেন টিস্যুকে প্রভাবিত করে। এই ইসট্রোজেন যেসব ছেলেদের বেশি থাকে, তাদের সমস্যা হতে পারে। দেখা যায়, ইসট্রোজেনটা অনেক সময় স্বাভাবিকের চেয়েও বেশি হতে পারে। টিস্যুর প্রভাব যদি শরীরে বেশি থাকে, সেখান থেকে এ রকম হতে পারে। মূলত ইসট্রোজেনের প্রভাবের কারণে তার এই সমস্যাটা হয়।