এনাল ফিসারের চিকিৎসা কী?
এনাল ফিসার বা গ্যাজ, মলদ্বারের জটিল সমস্যা। এনাল ফিসারের চিকিৎসায় করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৭৮তম পর্বে কথা বলেছেন ডা. এ এম শহীদুল্লাহ।
ডা. এ এম শহীদুল্লাহ বর্তমানে বিআরবি হাসপাতালের সার্জারি ও ল্যাপারোস্কোপি বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক।
প্রশ্ন : এনাল ফিসারটা কী জিনিস?
উত্তর : আসলে শিশুদের যেটি হচ্ছে, সেটি প্রধানত হচ্ছে কোষ্ঠকাঠিন্য থেকে। এটি যদি ঠিকমতো ব্যবস্থা করতে পারি, তাহলে কনজারভেটিভ চিকিৎসাতেও ভালো হয়ে যায়। পানি যদি তাকে বেশি খেতে বলি, শাকসবজি খাবে, ফলমূল খাবে। খাবার-দাবারের বিষয়টি যদি ঠিক করা যায়, তাহলে দেখা যায় কোষ্ঠকাঠিন্য থাকে না। তখন এই ফাটার অসুখটা হয় না। যদি এটি বারবার চলতে থাকে, তাহলে আসলে একটি মারাত্মক অসুখ হয়। এটা হয়তো মানুষ চিন্তাও করতে পারে না। এটি থেকে ক্যানসার জাতীয় অসুখ হয়।
ফিসারকে সুরক্ষা দেওয়ার জন্য একটি পাইলস তৈরি হয়। এটি সামনেও হতে পারে, পেছনেও হতে পারে। এটি দিয়ে আমরা বুঝতে পারব, এখন এটি অস্ত্রোপচার করতে হবে। খুব সহজ একটি অস্ত্রোপচার করে আমরা ফিসার থেকে মুক্তি পেতে পারি।