হৃদরোগের প্রাথমিক লক্ষণ জানেন?
হৃদরোগের লক্ষণ নারী ও পুরুষের ক্ষেত্রে আলাদা। নারী ও পুরুষের হৃদরোগের প্রাথমিক লক্ষণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৭৫তম পর্বে কথা বলেছেন ডা. ফারজানা জুলফিয়া খান।
ডা. ফারজানা জুলফিয়া খান বর্তমানে বিআরবি হাসপাতালের হৃদরোগ বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : একজন মানুষের হার্ট ঠিক রয়েছে কি না বা সেটি একটু খারাপের দিকে যাচ্ছে কি না, সেটা কীভাবে বোঝা যাবে? প্রাথমিক অবস্থায় হৃদরোগের কী ধরনের লক্ষণ দেখা দেবে?
উত্তর : এখানে দুটি বিষয় রয়েছে। পুরুষদের এক ধরনের লক্ষণ হয় আর নারীদের আরেক ধরনের। পুরুষদের লক্ষণের ক্ষেত্রে দেখা যায় যে বুকে ব্যথা হচ্ছে, শ্বাসকষ্ট হয়, হাঁটতে গেলে বুকে ব্যথা হয়, বুক ধড়ফড় করে। অনেক সময় একতলা থেকে দোতলা উঠলে বুকে চাপ লাগে।
নারীরা তো সমাজে একটু অবহেলিত হয়ে থাকে সব সময়। এরা অনেক সময় বুঝতেই পারে না যে তাদের হৃদরোগ হচ্ছে। দেখা যায়, তাদের খুব ক্লান্ত লাগে, কাঁধ ব্যথা হয়, ঘাড় ব্যথা হয়, পিঠে ব্যথা হয়। এ ধরনের সমস্যাগুলো দেখা যায়। তাদের ক্ষেত্রে হৃদরোগের লক্ষণ এগুলো। বর্তমানে উন্নত যে চিকিৎসা রয়েছে, নারীরা এর থেকে অনেকটাই দূরে রয়ে গেছে।